কোন ভিডিও ফুটেজকে পছন্দমতো এডিট করে একটি গল্প ফুটিয়ে তোলাকে ভিডিও এডিটিং বলে। স্মৃতি ধরে রাখার জন্য বা কোন বিষয় বাস্তবের মত ফুটিয়ে তলার জন্য ভিডিও অনেক কাজের একটি মাধ্যম।
আমরা যখন কোন দৃশ্য ধারণ করি তখন তা অগোছালো এবং বিচ্ছিন্নভাবে থাকে। একজন এডিটর সেই “র” ফুটেজ গুলোকে একটির সাথে আরেকটি জোড়া লাগিয়ে তাতে কালার কারেকশন করে এবং সুন্দর আউটপুট তৈরি করে।
মোটকথা, কোন ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে মোবাইল বা ক্যামেরা দ্বারা ধারণ করা ভিডিও পরিমার্জন করে দর্শকদের দেখার ব্যবস্থা করে দেওয়ার পদ্ধতিকে ভিডিও এডিটিং বলে।
আপনার ডিজিটাল কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আমাদের কাছ থেকে যেকোন ধরনের ভিডিও এডিটিং করে নিতে পারেন। আমরা দিচ্ছি সব চেয়ে কম মূল্যে আকর্ষনীয় ভিডিও এডিটিং সার্ভিস